ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেম্সের সাঁতার ইভেন্টে অংশ নেবেন যশোর সৃষ্টি সুইমিং ক্লাবের চার সাতারু। ঢাকার উদ্দেশ্য শুক্রবার যশোর ছেড়েছেন তারা। আজ শনিবার থেকে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে এবং চলবে ৬ এপ্রিল পর্যন্ত। অংশগ্রহণকারীরা হলেন-ফাতেমা আক্তার কেয়া,ফারহানা আক্তার সোনালী, ফারজানা রুমি ও ফাতেমা খাতুন। প্রশিক্ষক ও ম্যানেজার মৌরিন রেজওয়ানা বাবলি।