নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কাজে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী হওয়ার পর রোববার প্রথম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ডিএসসিসিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “ঢাকায় যথেষ্ট পরিবর্তন হয়েছে। এটা বেগবান করতে এখানে এসেছি।
“আজকে এসেছি আপনাদের বলার জন্য যে, আসেন একসাথে কাজ করি। আমরা আপনাদের সহযোগিতা করব। আপনাদের পরামর্শ থাকলে সেটাও আপনারা বলেন। কোথাও কোনো সমস্যা হলে সেটা সমাধান করা সম্ভব।”
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “এরমধ্যে অনেক সমস্যা সমাধান হয়েছে। যেগুলো এখনও সমাধান হয়নি সেটা নিয়ে কাজ করুন, আমরা সহায়তা করব। সবার সম্মিলিত চেষ্টায় ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, নাগরিক সেবা একটি চলমান প্রক্রিয়া। এজন্য দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তা করে যাবে।
“ঢাকায় পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন হবে। আমরা নাগরিকদের সম্পৃক্ত করেছি। এজন্য আপনাদের সহায়তা কামনা করছি।”
সিটি করপোরেশনের জনবল সংকট দূর করতে মন্ত্রীর সহযোগিতা চান মেয়র।
সমন্বয়হীনতা দূর করতে পারলে ঢাকার কোনো সমস্যা থাকবে না বলে সভায় মত দেন স্থপতি মোবাশ্বের হোসেন।
তিনি বলেন, “মেয়রকে আমরা নগরপিতা বলি, কিন্তু একটা ল্যাম্প পোস্ট সরানোর ক্ষমতা তার নেই। একটি শহরে চারটি সংস্থা ফ্লাইওভার বানাচ্ছে, কোনটা কোনদিকে যাবে কেউ জানে না। এভাবে চলতে পারে না। নগর সরকার শক্তিশালী করুন।”
ডিএসসিসির কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন দাবি করেন, গুলিস্তান এলাকা থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ টাকা চাঁদা আদায় হয়। এ কারণে এখানকার যানজট দূর হচ্ছে না।
“উচ্ছেদ করার পর লোকজন আমাদের সাধুবাদ দিয়েছিল। কিন্তু ফুটপাত আবার দখল হয়ে গেছে। এর দায় আসে কাউন্সিলরদের ওপর, আমরা নাকি চাঁদাবাজি করি। আমার দাবি, হকারদের পুনর্বাসন করে উচ্ছেদ করা হোক। আমরা দায় নিতে চাই না।”
ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও মতবিনিময় সভায় ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক, স্থপতি রফিক আজাদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সচিব শাহাবুদ্দিন খান।