স্পন্দন নিউজ ডেস্ক : বিদায়ী বছরে সাহসিকতা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ৩৪৯ জন কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

এতে বলা হয়, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০ জন পুলিশ সদস্যকে বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক), ৬২ জনকে পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ পদক) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, বস্তুনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে পিপিএম -সেবা দেওয়া হল।
পদকপ্রাপ্তদের মধ্যে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম রয়েছেন।
আগামী ৪ ফেব্রুয়ারি ‘পুলিশ সপ্তাহে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন।