বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার হোগলপাতি গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান।
আটক মিজানুর রহমান খান (৩৮) ওই এলাকার আব্দুল জব্বার খানের ছেলে।
পুলিশ সুপার বলেন, “গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে বাড়ির বাগান থেকে একটি শর্টগান উদ্ধার করা হয়।”
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।