নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নটিংহ্যামসহ বিশ্বের সুপরিচিত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির খুটিনাটি নিয়ে রাজধানীতে এক আলোচনা সভা হয়েছে।
বিদেশে উচ্চ শিক্ষার পরামর্শক প্রতিষ্ঠান মেইসেস শনিবার ডেইলি স্টার সেন্টারে এই আলোচনার আয়োজন করে।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট বিভাগের প্রধান লি ওয়াইল্ডম্যান এবং ইউনিভার্সিটি অব নটিংহামের দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ম্যানেজার এমা উইন্টার অনুষ্ঠানে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যুক্তরাজ্যে পড়াশোনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে কুইনমেরি ও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য খরচ, স্কলারশিপের সুযোগ, পড়াশোনা অবস্থায় খন্ডকালিন চাকরিসহ বিভিন্ন বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কাছে খুটিনাটি জানতে চান অনুষ্ঠানে অংশ নেওয়া আগ্রহীরা।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ থেকে ৯০ জন শিক্ষার্থী ইউনিভার্সিটি অব কুইন মেরিতে পড়াশোনা করছেন। আর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ৪০ জন।
এছাড়া বাংলাদেশি এলামানাই শিক্ষার্থীদের সংখ্যাও হাজারের বেশি বলে জানান তারা।
আয়োজনকারী প্রতিষ্ঠান মেইসেসের ব্যবস্থাপনা পরিচালক রওহাম মনজুর বলেন, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত মোট ৬টি দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক বিদেশি ডিগ্রি অর্জনের জন্য ৩ হাজারেরও বেশি শিক্ষার্থীকে সহায়তা করেছে মেইসেস।