স্পন্দন আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি ফুট ওভারব্রিজ ধসেছে, যাতে বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজটি ধসে পড়ে বলে ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনা ঘটে জানিয়ে এনডিটি বলছে, এ সময় ওই ওভারব্রিজের ওপর অনেক মানুষ ছিলেন।এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।