শনিবার ভোররাতে মহেশপুর উপজেলার সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক বহনকারী মিনি ট্রাকটি।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, মহেশপুর এলাকা থেকে ট্রাকে ঢাকায় মাদক পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় মোহাইমেন হোসেন, তুষার আলী ও সুমন মিয়াকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।