স্পন্দন নিউজ ডেস্ক :
-
ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার আগে ভারতের উড়িশা উপকূল থেকে অন্তঃসত্ত্বা এক নারীকে অ্যাম্বুলেন্সে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
দুই দশকের মধ্যে ভারতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী তখন ওড়িশা রাজ্যে তাণ্ডব চালাচ্ছে। তারমধ্যেই রেলওয়ে হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলওয়ের এক কর্মী।
ঘূর্ণিঝড়ের সময় জন্ম হওয়ায় ওই কন্যার নাম ‘ফণী’ রাখা হয়েছে বলে জানায় এএনআই।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে শিশুটির জন্ম হয়। আর সকাল ৮টার দিকে ওশিড়া উপকূলে আছড়ে পড়ে ফণী।
শিশুটির মা ভারতীয় রেলওয়ের ‘কোচ রিপেয়ার ওয়ার্কশপ’র একজন সহকারী।
মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।