স্পন্দন নিউজ ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশে ২ হাজার ৫৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।গত বছর এ পরীক্ষায় এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এই হিসাবে এবার শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১ হাজার ৯টি।
গতবছর ২৮ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। আর এবার মোট ২৮ হাজার ৬৭৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
২০১৭ সালে ২ হাজার ২৬৬টি, ২০১৬ সালে ৪ হাজার ৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। ২০১৫ সালে ৫ হাজার ৯৫টি এবং ২০১৪ সালে ৬ হাজার ২১০টি প্রতিষ্ঠানের সবাই উত্তীর্ণ হয়েছিল মাধ্যমিকে।
এবার ঢাকা বোর্ডে ১৪৬টি, রাজশাহী বোর্ডে ৪৩১টি, কুমিল্লা বোর্ডের ১৩২টি, দিনাজপুর বোর্ডের ১৩৮টি, সিলেট বোর্ডের ২২টি, যশোর বোর্ডের ২৭৫টি, বরিশাল বোর্ডের ৫০টি এবং চট্টগ্রাম বোর্ডের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের ১ হাজার ২৬৩টি এবং কারিগরি বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।