ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর এই ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা।
ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ঘটনা ঘটার সাথে সাথেই তার (বরুণ) বন্ধুদের নিয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
জগন্নাথ হলের শিক্ষার্থী নিলয় কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরুণ রাত ১০টার পর হলের অক্টোবর স্মৃতি ভবনের পাশের ডাব গাছ থেকে ডাব পাড়ার সময় পড়ে যায়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরেও সে (বরুণ) তার বন্ধুদের সাথে নিয়ে ডাব পেড়েছিল। কেন রাতেও ঝুঁকি নিয়ে ডাব পাড়তে হবে?”
এই ধরনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন থাকার অনুরোধ জানান প্রক্টর।
গত বছরের ৯ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছে উঠে আম পাড়তে গিয়ে পড়ে নিহত হয়েছিলেন শেখ ওমর তৌফিক নামে উর্দু বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।