নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগেও ‘ভেজাল’ ঢুকেছে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় আছে তো, কিছু ভেজালকারী ঢুকে গেছে।”
খাদ্যে ভেজাল নিয়ে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে রাজনীতিতে ‘ভেজাল’ নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগে ভিন্ন আদর্শের মানুষের অনুপ্রবেশ ঘটেছে বলে বিভিন্ন সময় দলটির বিভিন্ন নেতা বলে আসছেন।
এই বছরই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। তাতে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়ার কথাও বলেন নাসিম।
“ভেজালের বিরুদ্ধে তো অভিযান চলছে। আগামী কাউন্সিলে ভেজালমুক্ত করার জন্য চেষ্টা করা হবে, ইনশাল্লাহ। এই ভেজাল, নব্য আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরা অনেক সময় আমাদের জন্য ক্ষতিকর।”
সম্প্রতি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদও চট্টগ্রামে দলের এক সভায় বলেছিলেন, “পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে।
“এই অনুপ্রবেশকারীদের আমাদের সংগঠনে দরকার নেই। যারা ঢুকেছিল, ধীরে ধীরে তাদেরকে বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে।”