ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাই এমন ছোট মাঠে হতে হলো! টনটনের মাঠে ঢুকে ক্রিকেটারদের কয়েকজন বলাবলি করছিলেন এসব। একটু দূর থেকে শুনছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক কণ্ঠ হাঁকালেন জোরে, “ছক্কা মেরে গ্যালারি পার করলে কি ১২ রান দেবে নাকি ৬ রানই!”
অধিনায়কের তত্ত্ব পরিষ্কার, ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা ছক্কা মারতে পারবেন বড় মাঠেও। ছোট মাঠে বরং বাংলাদেশের ব্যাটসম্যানদের ছক্কার সুযোগ থাকবে বেশি।
সোমবার যে মাঠে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের, সেই মাঠের সোজাসুজি বাউন্ডারি যেমন বেশ ছোট, অনেকটাই ছোট এক পাশের স্কয়ার বাউন্ডারিও। পেশিশক্তিতে যারা বল উড়িয়ে গ্যালারিতে ফেলেন অনেক বড় মাঠেও, এখানে সেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মেতে ওঠার কথা রান উৎসবে।
সেই বাস্তবতা যেমন সত্যি, তেমনি মজা করে হলেও ছোট মাঠে বাংলাদেশের সুবিধার দিকটি দেখালেন মাশরাফি।
ক্যারিবিয়ানদের ছক্কার ভাবনায় অধিনায়কের সঙ্গে একমত তামিমও। তবে তার কাছে, মাঠের আকৃতি নয়, গুরুত্বপূর্ণ হলো ব্যাটসম্যানের ফর্ম।
“অনেক সময় অনেক বড় মাঠও ছোট হয়ে যায় ফর্মে থাকলে। না থাকলে ছোট মাঠও বড় হয়ে যায়। সব নির্ভর করে ফর্মের ওপর। এটা নিয়ে ভাবার কিছু নেই।”
“ওদের পাওয়ার হিটার আছে। সাধারণত ওরা যখন মারে, তখন যে কোনো মাঠেই ছয় হয়ে যায়। ছোট মাঠ হোক বা বড়। ওসব না ভেবে আমাদের নিজেদের পরিকল্পনায় মন দিতে হবে। মাঠের আকার আমাদের নিয়ন্ত্রণে নেই। নিজের কাজটা ঠিকঠাক করতে হবে।”
ক্যারিবিয়ানদের মতো ‘পাওয়ার হিটার’ বাংলাদেশে নেই একজনও। তবে যারা আছে তাদের নিয়েই গত চার বছরে অনেক সাফল্য পেয়েছে দল। তাদের ওপরই আস্থা রাখতে বলছেন তামিম।
“আমাদের দলে হয়তো অত বড় বিগ হিটার নেই, তবে যতটুকু দরকার, ততটা কিন্তু আছে!”