স্পন্দন নিউজ ডেস্ক :
পুরনো সিআরটি (ক্যাথড রে টিউব) টিভি বদলে আধুনিক এলইডি ও স্মার্ট টিভি দিচ্ছে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ওয়ালটন।
ওয়ালটন টিভি মার্কেটিং বিভাগের ইনচার্জ মারুফ হাসান জানান, গ্রাহকরা যেকেনো ব্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন ওয়ালটনের বিভিন্ন মডেলের এলইডি ও স্মার্ট টিভি।
রোববার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,১৫ জুলাই থেকে ৩১ আগস্ট সারা দেশে এই অফার চলবে।
গ্রাহকরা যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে পুরনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ওয়ালটনের ৫০৮ মিমি নতুন এলইডি টিভি ৮ হাজার ৯০০ টাকায়, ১১ হাজার ৯৯০ টাকার ৬১০ মিমি এলইডি টিভি ৯ হাজার ৯০০ টাকায় এবং ১৬ হাজার ৫০০ টাকার ৮১৩ মিমি এলইডি টিভি ১৩ হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন।

এছাড়া ২১ হাজার ৯০০ টাকার ৮১৩ মিমি স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮ হাজার ৯০০ টাকায়।
ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, চলতি দশকে টেলিভিশন প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। সিআরটি টিভির তুলনায় ঝকঝকে ছবি, জোড়ালো শব্দ এবং চোখের ক্ষতি না হওয়ায় টেলিভিশন ক্রেতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এলইডি (লাইট ইমটিং ডায়োড) টিভি। জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি। প্রযুক্তির এই সুফল সকল শ্রেণী, পেশার মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই টিভি এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে ওয়ালটন।