নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ছিলুমবাড়িয়া গ্রামের এক মুক্তিযোদ্ধার জমি দখলমুক্ত করে দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে দুইজনের বিরুদ্ধে। এখন জমি উদ্ধার তো দুরে থাক হাতিয়ে নেয়া টাকা চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে ওই মুক্তিযোদ্ধাকে।
মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান যশোর জেলা প্রশাসকের কাছে দেয়া এক অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ছিলুমবাড়িয়া মৌজার সাবেক ১২৭ নম্বর দাগের ২৫ শতক এবং অন্যান্য দাগের আরো ৫০ শতক মোট ৭৫ শতক জমি তিনি ও তার পরিবার ভোগদখল করে আসছেন। কিছু দিন আগে ওই এলাকায় ভূমি জরিপ চলাকালে জরিপ কর্মকর্তাদের যোগসাজসে ওই ৭৫ একর জমি তার ফুফাতো ভাই আইয়ুব হোসেন নিজের নামে রেকর্ড করে নেয়। এই ঘটনায় একটি মামলা করেন তিনি, যা চলমান আদালতে। এরই মধ্যে আইয়ুব হোসেন ৫০ শতক জমি অন্যত্র বিক্রি করে দেয়। তিনি বিষয়টি সুরাহার জন্য এলাকার আবুল কাশেম এবং জাকির হোসেন কাছে যান এবং জমি উদ্ধারের জন্য সহযোগিতা কামনা করেন। কিন্তু আবুল কাশেম ও জাকির হোসেন সুযোগের সদব্যবহার করেন। তারা জমি উদ্ধার করে দেয়ার কথা বলে ৩ লাখ টাকা দাবি করেন। তাদের চক্রান্তের শিকার হয়ে গত ৯ অক্টোবর ৫০ হাজার এবং ১০ নভেম্বর আরো ৬০ হাজার টাকা দেন। কিন্তু টাকা পাওয়ার পর তারা আর জমি উদ্ধার করে দিচ্ছেন না। টাকাও ফেরৎ দিচ্ছেন না। এমতাবস্থায় তিনি জেলা প্রশাসকের কাছে বিচার প্রার্থনা করেছেন।
- অনলাইন সংস্করণ
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জের সেই অসহায় প্রতিবন্ধী ভাই বোন পেলো ছাগল
জামির হোসেন, কালীগঞ্জ : দৈন্যতা তুলে ধরে দৈনিক স্পন্দনসহ একাধিক পত্রিকায় বিস্তারিত....
আম বয়ানে শুরু যশোর উপশহরে ‘ইসলামিক জোড়’
নিজস্ব প্রতিবেদক: যশোর উপশহরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনের ইসলামিক জোড়। বিস্তারিত....
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাংসারিক ব্যয় বেড়েছে কয়েকগুণ
মুর্শিদুল আজিম হিরু : নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে চরম অসুবিধায় নিম্ন-মধ্য আয়ের বিস্তারিত....
কালীগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে মাদ্রাসাছাত্র আল-আমিনকে জবাই করে হত্যার ঘটনায় এখনো কোন বিস্তারিত....
বাঁকড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে গাছ কেটে সাবাড়
এম আলমগীর, বাঁকড়া (ঝিকরগাছা): যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামে বিস্তারিত....
-