খাজুরা (যশোর) প্রতিনিধি:
যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, ধর্মীয় শিক্ষা মানুষকে মহান করে। তাই সুশিক্ষা অর্জন করে নিজের পরিবারসহ দেশের কল্যাণে নিবেদিত হতে হবে। একমাত্র শেখ হাসিনার সরকারই শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাখাত এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। যারা প্রকৃত ধর্ম শিক্ষায় শিক্ষিত তারা কখনো জঙ্গিবাদে জড়ায় না। তাই শিক্ষার্থীদের সর্বদা এ বিষয়ে সজাগ থাকতে হবে।
বুধবার সকালে বাঘারপাড়া উপজেলার খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো: এখলাছ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন খাজুরা ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক ও পরিচালনা পরিষদের সদস্য জিয়াউর রহমান জয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের উপাধ্যক্ষ আমিনুর রহমান, মির্জাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, যুবলীগ নেতা রুবেল রানা। এ সময় উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জহুরপুর ইউনিয়নের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, বন্দবিলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী গোলাম ফারুক, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, তাপস কুমার, আব্দুল মালেক, মাদরাসা পরিচালনা পরিষদের সহসভাপতি ফিরোজ হোসেন, সদস্য আজিজুল ইসলাম, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুম্মান খান, আওয়ামী লীগ নেতা লিন্টু রায়, যুবলীগের আক্তারুজ্জামান, ছাত্রলীগের জিএম হোসেন প্রমুখ। মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ইদ্রীস আলী ও শরাফত মুন্সীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
- অনলাইন সংস্করণ
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জের সেই অসহায় প্রতিবন্ধী ভাই বোন পেলো ছাগল
জামির হোসেন, কালীগঞ্জ : দৈন্যতা তুলে ধরে দৈনিক স্পন্দনসহ একাধিক পত্রিকায় বিস্তারিত....
আম বয়ানে শুরু যশোর উপশহরে ‘ইসলামিক জোড়’
নিজস্ব প্রতিবেদক: যশোর উপশহরে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনের ইসলামিক জোড়। বিস্তারিত....
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাংসারিক ব্যয় বেড়েছে কয়েকগুণ
মুর্শিদুল আজিম হিরু : নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে চরম অসুবিধায় নিম্ন-মধ্য আয়ের বিস্তারিত....
কালীগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জে মাদ্রাসাছাত্র আল-আমিনকে জবাই করে হত্যার ঘটনায় এখনো কোন বিস্তারিত....
বাঁকড়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে গাছ কেটে সাবাড়
এম আলমগীর, বাঁকড়া (ঝিকরগাছা): যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামে বিস্তারিত....
-