নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছ্।ে মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচনী রির্টানিং অফিসার হুমায়ুন কবীর প্রতীক বরাদ্দ করেন। এতে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনী এবং আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী পেয়েছেন দলীয় নির্বাচনী প্রতিক ‘নৌকা’, বিএনপি প্রার্থী শামসুর রহমান ‘ধানের শীষ’ এবং স্বতন্ত্র প্রার্থী বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম পাটোয়ারি দিলু (দিলু পাটোয়ারি) পেয়েছেন ‘আনারস’ প্রতীক।
এছাড়া সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা বেগম ‘হাঁস’ এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যো¯œা আরা মিলি পেয়েছেন ‘কলস’ প্রতিক। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন।
উল্লেখ্য বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের মৃত্যুতে এবং সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইসচেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার পদত্যাগের কারণে পদ দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।