পথচারীদের নিরাপত্তায় যশোর শহরের ১২ ভবনের কাজ সাময়িক বন্ধ

পৌরসভার অভিযান

পথচারীদের নিরাপত্তায় যশোর শহরের ১২ ভবনের কাজ সাময়িক বন্ধ
  নিজস্ব প্রতিবেদক : পথচারীদের নিরাপত্তায় যশোর শহরের ১২টি ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ করে দিয়েছে পৌরসভা।  এসব ভবনের নির্মাণ কাজে কোনো ধরণের ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ না থাকায় ওপর থেকে ইট, রড ও যন্ত্রপাতি পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে। এ কারণে ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ভবনের &lsquo বিস্তারিত
পুরনো সংবাদ

স্থানীয় সংবাদ

ফটো গ্যালারি

0/10
বিশ্বভালোবাসা দিবসে যশোর শহর
1/10
বিশ্ব ভালোবাসা দিবসে গদখালী বাজার
2/10
ফুলের রাজধানী গদখালী
3/10
সাফ ফুুটবল চাম্পিয়ান নারী ফুুটবল দলের অন্যতম খেলোয়াড় ডিফের্ন্ডাস মাছুুরা খাতুুনের সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে মিষ্টি ও ফুলের শুুুভেচ্ছা জানিয়েছেন সাাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুুমায়ূন কবির।
4/10
বাঁধ মেরামতের পরেও বুড়িগোয়ালিনী ইউনিয়নের পুড়াকাঠলা ও দূর্গাবাটি গ্রামে দীর্ঘ ৫দিন ধরে বাড়ির উঠান ও আঙ্গিনায় হাটু থেকে কোমর সমান নোংড়া দূর্গন্ধ লোনা পানি জমে আছে। দূর্ভোগে চরমে
5/10
আইলা দূর্গত সুতারখালী এলাকার মানুষ সুপেয় পানির অভাবে অনিরাপদ পুকুরের পানি পান করছে।
6/10
ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এমপিসহ চারজনকে মঙ্গলবার ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুর হাসান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেনসহ নেতৃবৃন্দ
7/10
স্পন্দনঃ টানা বর্ষণে কৃষকের মাঠে কাটা ও না কাটা পাকা ধান সবই নষ্ট হয়েছে। পানিতে তলিয়ে থাকা না কাটা পাকা ধানে কল গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছবিটি যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী গ্রামের মাঠ থেকে তুলেছেন আমাদের উপজেলা প্রতিনিধি এম আলমগীর।
8/10
সোমবার সকাল থেকে কয়েক ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কৃষকের ধান পানির সাথে মিশে গেছে। ছবিতে পানি চলা অবস্থায় কৃষক ধান ক্ষেত থেকে ডাঙ্গায় তুলছে এবং ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য আইল কেটে দিচ্ছে। ছবিগুলো যশোরের ঝিকরগাছা উপজেলার কানাইরালী-নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে তোলা।
9/10
স্পন্দন: প্রচন্ত খরার পরে গত কয়েকদিনে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে উপকারের পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। চলতি ইরি মৌসুমের ধান পেকে পড়ে আছে মাঠে। কিছু কিছু কৃষক ধান কেটে মহাবিপদে পড়েছে। তাদের ধান এখন পানিতে পড়ে আছে। আবার কেউ কেউ সেই ধান বাড়িতে তোলার জন্য জোর চেষ্টাচালাচ্ছে। যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে বৃহষ্পতিবার দুপুরে তুলেছেন আমাদের উপজেলা প্রতিনিধি এম আলমগীর।