Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে দুটি হিমায়িত মৎস্য খামার পরিদর্শন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:১৮:৫৯ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অ্যাডভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গঠিত ডিস্ট্রিক ওয়ার্কিং গ্রুপ (ডি,ডাবলু.জি) সদস্যবৃন্দ ২টি হিমায়িত মৎস্য খামার পরিদর্শন করেছেন। মঙ্গলবার ১২ সদস্যের একটি দল  এ পরিদর্শন কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

স্বেচ্ছাসেবী সংস্থা মেরী স্টপস ও সুশীলনের পৃষ্ঠপোষকতায় ২০১৮ সাল থেকে বাগেরহাট জেলায় অ্যাডভোকেসির মাধ্যমে  পরিবার পরিকল্পনা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে একটি নাগরিক কমিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে হিমায়িত মৎস্য খামারে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকরা পরিবার পরিকল্পনা বিভাগের সরকারী সেবা থেকে বঞ্চিত ছিলেন। ডি.ডাবলু .জি সদস্যদের প্রচেষ্টায় এবং পরিবার পরিকল্পনা দপ্তরের খুলনার  বিভাগীয় পরিচালক   ও  বাগেরহাট জেলার উপ পরিচালকের সহযোগিতায় বঞ্চিত শ্রমিকদের কাছে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে দেয়া চালু হয়েছে। সেবা বঞ্চিত শ্রমিকদের হাতে সদ্য চালু হওয়া পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেয়া কার্যক্রম দেখতে মঙ্গলবার  ডি.ডাবলু.জি সদস্যবৃন্ধ হিমায়িত মৎস্য খামার দুটিতে যান। এ সময়ে সেবা গ্রহণকারী শ্রমিক  এবং সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে অবস্থিত  রুপসা ফিস এন্ড এ্যালাইড নামক মৎস্য খামারে উপস্থিত ছিলেন এ ইউনিয়নে কর্মরত এসএসিএমও গৌরঙ্গ দেব পাল, এফডাবলুুভি লাভলী আক্তার, এফপিআই তাপস কুমার পাল, এফডাবলুএ রাবেয়া আক্তার, আয়া রোকেয়া বেগম। এ জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নে অবস্থিত আলফা একসেসরিজ এন্ড এগ্রো একসপোর্ট লিঃ নামক হিমায়িত মৎস্য খামারে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ^াস, পরিবার পরিকল্পনা পরিদর্শক উত্তম কুমার সেন, পরিবার কল্যাণ সহকারী নাসিমা খাতুন।

১২ সদস্য বিশিষ্ট পরিদর্শন টীমে উপস্থিত ছিলেন ডি,ডাবলু.জি সভাপতি ও বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিকাশ কুমার দাস, সহকারী পরিচালক দিলদার হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সুশীলনের প্রোগ্রাম অফিসার মোজাহিদুল ইসলাম, সাংবাদিক বাবুল সরদার, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক প্রমুখ। আলফা একসেসরিস এন্ড এগ্রো একসপোর্ট লি. পরিদর্শনকালে এ প্রতিষ্ঠানের এইচ আর এ্যাডমিন আকরাম হোসেন  এ প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা সেবাসহ সকল কার্যক্রম সম্পর্কে পরিদর্শন টীমকে অবহিত করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)