সপরিবারে জাতির পিতা হত্যার নির্মমতা নিয়ে রচিত ৩২ এর ক্রন্দন মঞ্চস্থ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১০:৫৪:১৪ এম

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে হত্যাকাণ্ডের সেই নির্মমতা নিয়ে রচিত নাটক ‘৩২ এর ক্রন্দন‘ মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে  বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন নাটকটি।  শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন পৃথিবীর জঘন্যতম এবং নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয় ১৫ আগস্টে। দীর্ঘদিন মানুষকে জানতে দেয়া হয়নি সেই দিনের সেই বিভৎসতা। আজ সেই সত্য প্রকাশ হয়েছে। তিনি  শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতির পথে এগিয়ে চলার আহবান জানান। এসময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী অনুভূতি ব্যক্ত করেন।
একাডেমির নাট্য প্রশিক্ষক কামরুল হাসান রিপন রচিত এবং নির্দেশিত এই নাটকে অর্ধশতাধিক শিল্পীর হাতে  সনদপত্র তুলে দেয়া হয়।