শ্যামনগরে ‘লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৯:৪৩:৪১ এম

শ্যামনগর (সাতাক্ষীরা ) প্রতিনিধি: শ্যামনগরে ‘লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন ও গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, গবেষণার ফলাফল উপস্থাপন করেন বারসিক পরিচালক ও গবেষক পাভেল পার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ জি এম আকবর কবীর, শ্যামনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য দেলোয়ারা বেগম, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, রিপোটার্স ক্লাবের সম্পাদক আমজাদ হোসেন (মিঠু)। এ সময় আরও উপস্থিত ছিলেন বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, চম্পা রানী মল্লিক, মফিজুর রহমান, বিশ্বজিৎ মন্ডল, পার্থ সারথী পাল, বাবলু জোয়ারদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বারসিকের লিয়াজু অফিসার গাজী আল ইমরান।