ঝিনাইদহ পৌরমেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী হিজল

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:৩৬:১০ পিএম

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ২৫ হাজার ৭শ’৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫শ’ ৩৯ ভোট। জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রোববার সকাল থেকেই দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৭ ভোট কেন্দ্রের ২৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। এখানে ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও  ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র‌্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষণিক তদারকি করেন।