Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বন বিভাগের উদাসিনতায় মারা গেল বিলুপ্তপ্রায় নেউলটি

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:৩৪:০৮ এম

মাগুরা প্রতিনিধি : অবশেষে মারা গেল মাগুরা শহরের ছায়াবিথী সড়কের আনসার মঞ্জিলের ছাদে নাইলনের জালে আটকা পড়া বিলুপ্তপ্রায় নেউলটি। শনিবার সকালে বন বিভাগকে প্রাণিটির জালে আটকে পড়ার বিষয়টি জানালেও তাদের কোনো উদ্যোগ না থাকায় দুপুরে প্রাণিটি মারা যায়।

আনসার মঞ্জিলের মালিক অধ্যক্ষ আনিসুর রহমান খোকন জানান, শনিবার ভোরে তার ৫তলা বাড়ির ছাদ বাগানে নাইলনের সুতা দিয়ে তৈরি জালের লাউ মাচায় আটকে যায় বিলুপ্তপ্রায় নেউলটি। এ সময় ছাড়া পাওয়ার জন্য প্রাণিটি ছটফট করতে থাকে। কিন্তু কামড়ে দেয়ার ভয়ে বাড়ির কেউ সেটির কাছে যেতে সাহস করেনি। সকালে ছাদে গিয়ে প্রাণিটিকে দেখতে পেয়ে তিনি সেটি উদ্ধারের জন্য স্থানীয় বন বিভাগকে খবর দেন। কিন্তু জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপেন্দ্র কুমার সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি অন্য কাজে ব্যস্ত আছেন বলে জানান। পরে দুপুর ১২টার দিকে প্রাণিটি মারা যায়। মৃত প্রাণিটিকে নিয়ে বর্তমানে বিপাকে পড়েছে পরিবারটি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)