যশোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১০:৩৬:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়েছে। ‘চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ সনেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন  চতুর্থ বিপ্লবকে কাজে লাগাতে হলে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহার করে শিল্পসহ বিভিন্ন খাতকে আরো উন্নত করতে হবে। উন্নতমানের প্রডাক্ট বাড়াতে হবে। তবেই আমরা পৃথিবীর যে স্থানে যেতে চায়, সেই চাওয়া পূরণ হবে। দেশের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে যশোর জেলা গুরুত্বপূর্ণ। এ জেলায় উর্বর জমি আছে, অনেক ইন্ডাট্রিজ গড়ে উঠেছে। পদ্মাসেতু নির্মান হওয়ায় ব্যবসা-বাণিজের প্রসার আরো বেড়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিক যশোরের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম হাফিজ, নাসিবের সভাপতি সাকির আলী, সিআইপির ম্যানেজিং ডাইরেক্টর শ্যামল দাস, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, নাসিবের নারী কাউন্সিল সভানেত্রী লতিফা শওকত রুপা প্রমুখ।