প্রাণবন্ত ‘কবিতা মুহূর্ত’ অনুষ্ঠানে ৩৫ কবির আবৃত্তি

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৬:০০:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : ভালোলাগা আর ভালোবাসার প্রাণ হলো কবিতা। কাব্যবীজের স্ফুরণ প্রেরণা যোগায় সামনের পথে এগিয়ে চলার। সত্য ও সত্তাকে একই সঙ্গে প্রকাশ করে কবিতা। শব্দের পিঠে শব্দের সংযোজনে উচ্চারিত হয় নানা বিষয়। সে শব্দমালায় থাকে দ্রোহ, প্রেম, মানবতার কথা ও সময়ের দিনলিপি। তাই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা আন্দোলন-সংগ্রামে হাতিয়ার হয়েছে কবিতা। আবার কখনও সময়ের প্রযোজনে কবিতা হয়ে ছড়ায় শান্তির বারতা। তাই ভালোলাগার সঙ্গে সময়ের দাবিও ধ্বনিত হয় কবিতায়। 
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে ছিল নির্বাচিত কবিদের কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতা মুহূর্ত’। 
যশোর সাহিত্য পরিষদের উদ্যোগে নবীণ ও প্রবীণ সব কবিদের অংশগ্রহণে এ অনুষ্ঠান ছিলো হৃদয় ছোঁয়া। প্রাণবন্ত আবৃত্তি ছিলো সত্যিই ভালো লাগার মতো। জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত যশোরের চার কৃতিসন্তান কবি রেজাউদ্দিন স্টালিন, কবি কবির হোসেন তাপস, কবি আব্দুর রব ও কবি সৈয়দ রানা মুস্তাফীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বেশ আকর্ষণীয়। তাছাড়া জেলার আরো সব কবি তাদের লেখা কবিতা আবৃত্তি বা পাঠ করে শোনান। প্রায় আড়াই ঘণ্টার এই কবিতা ও আবৃত্তি অনুষ্ঠান ‘কবিতা মুহূর্ত’তে অংশ নেন ওই চার কৃতি কবিসহ ৩৫ কবি। এদের মধ্যে রয়েছে কবি নান্নু মাহবুব, কাজী মাজেদ নওয়াজ, ড. শাহনাজ পারভীন, আনোয়ারুল ইসলাম, ছাড়াকার রিমন খাঁন, মিলন রহমান, মহিউদ্দীন মোহাম্মদ, প্রণব দাস, উত্তম চক্রবর্তী, সাইদুর রহমান, শান্তনু চক্রবর্তী, আরশরাফুল আলম বিপ্লব, মারুফুল আলম প্রমুখ।