বিএসপির প্রতিষ্ঠাতা সদস্য হৃদরোগে আক্রান্ত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১১:২২:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রতিষ্ঠাতা সদস্য কবি ডা. মধুসূদন অধিকারী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত সোমবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডা. কাজল কান্তি দাঁ এর তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে তাকে দেখতে যান বিএসপির সভাপতি আহমদ রাজু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাসান তুহিন এবং কবি ও গবেষক মো. মনিরুজ্জামান প্রমুখ। 

বিএসপির প্রতিষ্ঠাতা সদস্য কবি ডা. মধুসূদন অধিকারীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিএসপির উপদেষ্টা, নির্বাহী কমিটি ও সদস্যবৃন্দ।