দাকোপে বর্জ্য ব্যবস্থাপনার ক্যাম্পেইন অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:৫১:৩৬ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপের মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের স্ক্রিম প্রকল্পের আওতায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস।

সোমবার সকালে ১০টায় বিতর্ক প্রতিযোগিতায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক লতিকা মন্ডল, প্রভাষক লিপিকা বৈরাগী, প্রভাষক নূর সাঈদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভূঁইয়া, কেএম আসগর হোসেন, মামুনুর রশীদ, মোস্তাফিজুর রহমান রাসেল এবং শাহীন ইসলাম। উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার বিপুল রায়। সর্বমোট ১০ স্কুলের বিতর্ক দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।