লোহাগড়ায় ‘মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৮:৩৫:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘মুক্তিযুুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনান-বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। 

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ অনেকে।

এদিকে, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও  প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই পুরস্কার দেয়া হয়।