নড়াইলে হত্যা প্রচেষ্টা মামলায় ৬ আসামিকে সাজা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:৪১:৩৫ পিএম

নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পেচি ডুমুরিয়া গ্রামের আমান উল্লাহ রমিজ হত্যা প্রচেষ্টা মামলায় দুই আসামিকে ৫বছর করে, দুই আসামিকে ৩ বছর করে এবং অপর দুই আসামিকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো: আমীনুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

পাঁচ বছরের দন্ডপ্রাপ্তরা হলেন, সুলতান শেখ ও  ওদুদ মোল্যা, তিন বছরের দন্ডপ্রাপ্তরা হলেন আহাদ শেখ ও  শাহাজান শেখ এবং এক বছরের দন্ডপ্রাপ্তরা হলেন মাকলুকাত শেখ ও বাচ্চু শেখ।রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত সুলতান শেখ,ওদুদ মোল্যা ও বাচ্চু শেখ পলাতক ছিলেন।

পলাতকদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত।

এ মামলায় মোট ৪২জন আসামি থাকলেও বাকি আসামিরা বেকসুর খালাস পেয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ অক্টোবর সকাল ৮টার দিকে পেচি ডুমুরিয়া গ্রামের আমান উল্লাহ রমিজকে খুন করার উদ্দেশ্যে আসামিরা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় আমান উল্লাহ রমিজ ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা অতর্কিত হামলা চালালে তিনি (আমান উল্লাহ রমিজ ) গুরুতর আহত হন। এ ঘটনায় আমান উল্লাহর ভাই শেখ বোরহান উদ্দিন বাদি হয়ে ৫ অক্টোবর মোট ৪২ জনকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন।