প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শার্শায় এমপি শেখ আফিল উদ্দিনের গণসংযোগ, সভা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৬:২৫:৩৬ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশের মানুষ ভালো থাকে। দেশের উন্নয়ন হয় দ্রুত গতিতে। দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। যে কারণে দেশের প্রতি আওয়ামী লীগের ভালবাসা মায়ের মমতার মতো। তাই, আগামী ২৪ নভেম্বর দেশ উন্নয়নের মহাকারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন এবং যশোর জেলা আওয়ামী লীগের জনসভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে দলে দলে যশোরে যেতে হবে। প্রধানমন্ত্রীকে জানাতে হবে, আমরা আছি আপনার সাথে।

সোমবার দিনব্যাপী শার্শা উপজেলার ডিহি, নিজামপুর, লক্ষণপুর, বাহাদুরপুর ও বেনাপোল ইউনিয়নসহ পৌরসভা এলাকায় ব্যাপকভাবে গণসংযোগকালে বিভিন্নসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে তারা দেশের কোনো উন্নয়ন করেনি। দেশের সিংহভাগ জনগোষ্ঠী কৃষক আর আমরা কৃষি নির্ভরশীল জাতি। সেখানে দেশ পরিচালনায় তাদের অযোগ্যতা, ক্ষমতা কুক্ষিগত করা আর লুটেপুটে খাওয়ার কারণে দেশ পড়েছিল মহাসংকটে, কৃষিতে পড়েছিল ভাটা। সার নেই, বিদ্যুৎ নেই, সাধারণ মানুষের পেটে ভাত নেই। তারপরেও অন্যের জমির ফসল কেটে নিয়ে যেতো তারা। গোয়ালের গরু ধরে নিয়ে মজা করে খেতো, কারো প্রতিবাদ করার ভাষা ছিলোনা। অকাতরে বাংলার কৃষককে সারের হা-হা-কার দেখিয়ে গুলি করে মেরেছে। যা এদেশের মানুষ মেনে নেয়নি, তারা ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। এখন তারা আবার বাংলার মানুষকে বোকা বুঝিয়ে অন্ধকার গলি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে। তাদের আশা বাঙালি জাতি আর সফল হতে দেবেনা। এবারও জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, ওরা ১০ ডিসেম্বরের ভয় দেখাচ্ছে। কি হবে সেদিন ? ওরা ভুলে গেছে ডিসেম্বর মাস আমাদের! মুক্তিযোদ্ধাদের। ডিসেম্বর মাস আওয়ামী লীগের সংগ্রামের ফসল ঘরে তোলার মাস। ডিসেম্বর মাস বাঙালি জাতির বিজয়ের মাস। তাই, বিএনপি-জামায়াত যতই চোখ রাঙিয়ে আষ্ফালন দেখাক না কেন এবার তারা এদেশে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে জনগণ তাদেরকে রামধোলাই দিয়ে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মহিলা যুবলীগের সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক লিলিফুন নাহার প্রমুখ।

নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

ডিহি ইউনিয়নের সাড়াতলা বাজার ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান হোসেন আলী। সঞ্চালনা করেন চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল।

লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন। উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ।

বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শাখারিপোতা বাজারের প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন চেয়ারম্যান মফিজুর রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস।

বেনাপোল পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ছোটআঁচড়া মোড়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সালমা আলম, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন স্বপন, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।