প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে শার্শায় গণসংযোগ অব্যাহত

জনগণ বিএনপি-জামায়াতকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না : শেখ আফিল এমপি

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০২:২৪:৩৯ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, এদেশের মাটিতে বাংলাদেশের জনগণ বিএনপি-জামায়াতকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়না। ওরা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধ্বংস করেছে। তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। রাজনৈতিকভাবে এরা অস্বচ্ছ দল। মানুষ এখন আর বিএনপির কথায় সাড়া দেয়না, মানুষ উন্নয়ন চায়। সে উন্নয়নের ধারাবাহিকতা ও জনসম্পৃক্ততা বজায় রেখে আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে। অহেতুক ১০ ডিসেম্বর খেলা হওয়ার ভয় দেখিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হটানো যাবেনা। যেসকল দেশি-বিদেশি শক্তি পেছন থেকে আপনাদেরকে উস্কানি দিচ্ছে তারা আপনাদের কোনভাবে ক্ষমতায় নিয়ে যেতে পারবেনা। জনগণের সাথে জনসম্পৃক্ততা বাড়িয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন, নতুবা এদেশের জনগণ আপনাদের আগুণ সন্ত্রাস আর লুটেরার রাজনীতির সমুচিত জবাব দেবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগদান করার আহবান জানান। বলেন, বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তাঁর ঔরষজাত সন্তান মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি করিয়েছেন। দেশের মানুষকে ভালবাসায় সিক্ত করে উন্নয়নের ডালি শহর থেকে গ্রামাঞ্চলে পৌঁছে দিয়েছেন। সেই প্রিয় প্রধানমন্ত্রী ২৪ নভেম্বর যশোরে আসছেন।

মঙ্গলবার দিনব্যাপী শার্শা উপজেলার পুটখালী, গোগা ও কায়বা ইউনিয়নে ব্যাপকভাবে গণসংযোগকালে সভায় একথা বলেন তিনি।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল প্রমুখ।

এ গণসংযোগকালে পুটখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ বারপোতা বাজার এলাকায় অনুষ্ঠিত পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল হোসেন। উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাদিউজ্জামান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন, আব্দুস সবুর প্রমুখ।

গোগা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান। উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমুখ।

কায়বা ইউনিয়নের বাগুড়ী বাজারে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিংকু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল প্রমুখ।

গণসংযোগ চলাকালে স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।