বসত ভিটা দখলে বাধা দেয়ায় গৃহবধূকে মারপিট, ৩৪ মেহগনি গাছ কর্তন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১০:৩৯:৩৭ পিএম

বি এম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনির মধ্যম বড়দলে বসত ভিটা দখলে বাধা দেয়ায় এক গৃহবধূকে মারধর করে আহত করাসহ ৩৪টি মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মধ্যম বড়দল গ্রামের মোকছেদ গাজীর ছেলে আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার পৈত্রিক বসত ভিটায় বসবাস করছেন। কিন্তু একই গ্রামের সাজ্জাত গাজীরা দীর্ঘদিন ধরে বসতভিটা থেকে জমি পাবে বলে দাবি করে ষড়যন্ত্র করে আসছে। বসত ভিটার জমি ছেড়ে দিতে জীবন নাশের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। ঘটনার দিন আমিরুলসহ পরিবারের অন্যান্য লোকজন বাড়িতে না থাকার সুযোগে জমি দখল করতে সাজ্জাত গাজীর নেতৃত্বে তার স্ত্রী ফাইমা খাতুনসহ তার পরিবারের লোকজন ধারালো দা’সহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ওই বসত ভিটায় ঢুকে মেহগনি গাছ কাটতে থাকলে আমিরুলের স্ত্রী রাবেয়া খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ও পড়নের কাপড় ছিড়ে ফেলে। তার গলায় থাকা ৪২ হাজার টাকা দামের ৮ আনা ওজনের সোনার চেইন ছিড়ে ছিনিয়ে নেয়। তাছাড়াও বসত ভিটায় লাগানো ৪ বছর বয়সী ৩৪টি মেহগনি গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এ ব্যাপারে আমিরুল ইসলাম থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।