খুবিতে সদ্য যোগদানকৃত প্রভাষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:১৪:৫৫ এম

খুলনা অফিস: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে প্রভাষক পদে সদ্য যোগদানকৃত শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শীর্ষক একটি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবু তাহের।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. হোসনে আরা। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। উদ্বোধনী দিনে সেশন পরিচালনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন নবীন প্রভাষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকরা উপস্থিত ছিলেন।