খুলনায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৮:৩০:৩৭ এম

খুলনা প্রতিনিধি : রাজধানীতে আদালত এলাকা থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিনেতা পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে জঙ্গি ও সন্ত্রাসীরা আবার খোলস ছেড়ে বেড়িয়ে আসছে। এখনই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বিএমএ মিলনায়তনের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন।

খুলনা মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর আহ্বায়ক আরিফুর রহমান বিপ্লব।

সাবেক ছাত্রনেতা হানিফ চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, শ্রমিকনেতা মোজাম্মেল হক খান, সাম্যবাদী দলের নেতা ও বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, অধ্যাপক রিপন আহম্মেদ, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক তারক চন্দ্র রায়, পোল্ট্রি ফিশ ফিড মালিক সমিতির এ এম সোহরাব হোসেন, কামাল হোসেন জোয়াদ্দার, মাহবুবুর রহমান সজল, শেখ ফরহাদ হোসেন, নাজিউর রহমান নজরুল, শেখ শফিকুল ইসলাম প্রমুখ। ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক নাহিদ আকরাম।