প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাঁকড়ায় বিশাল প্রচার মিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১২:৩২:৫৭ এম

এম আলমগীর, ঝিকরগাছা: আগামীকাল ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় বিশাল এক প্রচার মিছিল হয়েছে। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও সাধারণ সম্পাদক মুছা মাহমুদের নেতৃত্বে বাঁকড়া বাজারে বিশাল এই প্রচার মিছিল বের হয়।

মিছিলের আগে বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে একটি ফেসবুক লাইভ করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। এ সময় কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক এমপি মনির বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। শেখ হাসিনার কল্যাণে বাঁকড়া বাজারসহ সারা দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। দেশের মানুষ উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করেছে। সারা বিশে^ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে চিহিৃত হয়েছে। তাই আমাদের উচিত শেখ হাসিনার জনসভায় সবাইকে দলে দলে যোগ দেয়া। তিনি আরো বলেন, যশোরের জনসভা একটি ঐতিহাসিক জনসভা। কারণ, এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্টেডিয়ামে জনসভা করেছিলেন। ঠিক তার ৫০ বছর পরে জননেত্রী শেখ হাসিনা একই স্থানে জনসভায় অংশ নেবেন। এছাড়া করোনার পরে এই প্রথম শেখ হাসিনা সশরীরে যশোরে জনসভায় অংশ নিচ্ছেন। এজন্য প্রত্যেক আওয়ামী লীগ নেতাকর্মীর এ জনসভায় যাওয়া উচিত।

অন্যান্যদের মধ্যে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, মাস্টার এনামুল কবীর, অশোক দত্ত, আকবর হোসেন জাপানী, আবুল কাশেম, মাজহারুল ইসলাম প্রিন্স, ইকবাল আহমেদ রবি, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম ও নিমাই চন্দ্র, কাজল রায়হান, আক্তারুজ্জামান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান আলাউদ্দীন, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দীন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, মণিরামপুরের হরিহর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, আব্দুল করিম, ইউপি সদস্য আতিয়ার রহমান, রেজাউল ইসলাম, এরশাদ আলী, ই¯্রাফিল হোসেন, ইয়াকুব আলী, রুবিয়া খাতুন, চায়না খাতুন, লতা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শামসুজ্জোহা লোটাস, যুবলীগ নেতা মুনিরুল ইসলাম মিশর, লিন্টু বিশ^াস, নুরুল হক, রকিবুল হাসান মিন্টু, আসাদুজ্জামান, তারিফ বিশ^াস, হাদিউজ্জামান নয়ন প্রমুখ।