ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪১ পিএম

ফরহাদ খান ও  মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল: নড়াইলের শালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য লাবু মিয়ার (৫৫) ইয়াবাসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত দু’দিন ধরে ফেইসবুকে বিভিন্ন আইডিতে ভিডিওটি দেখা যাচ্ছে।

এ ভিডিওতে দেখা যায়, অনেকটা অন্ধকারাচ্ছন্ন ঘরে সাদা পাঞ্জাবি পরিহিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া মাদক সেবন করছেন। তার সাথে কয়েকজন ব্যক্তি আছেন। তবে ভিডিওতে তাদের মুখ দেখা যায়নি। 

এদিকে ফেইসবুকে বিভিন্ন আইডিতে ভিডিও ছেড়ে অনেকে শিরোনামে লেখেন-‘যুবকদের মাদক থেকে দূরে রাখতে নিজেই ইউনিয়নের সব ইয়াবা খেয়ে শেষ করছেন মাদক ব্যবসায়ী  লাবু মিয়া...।’ একজন জনপ্রতিনিধি হয়ে এ ধরণের মাদকসেবনের ভিডিও দেখে সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। হাজারো মন্তব্য করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা।

তবে মাদকসেবনের কথা অস্বীকার করে চেয়ারম্যান লাবু মিয়া বলেন, আমি এ কাজ করিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে শুনেছি।

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, দলীয় চেয়ারম্যান যদি মাদকাসক্ত হয়; তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, কোনোভাবেই কাম্য নয় যে একজন জনপ্রতিনিধি মাদক সেবন, মাদক ব্যবসা বা এ সংক্রান্ত কাজে জড়িত হবেন। তার (চেয়ারম্যান) বক্তব্য ও অন্যান্য প্রমাণাদি দেখে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে নড়াইলের শালনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন লাবু মিয়া।