রনি হত্যা মামলায় আলোচিত নুরু মুহুরী কারাগারে

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:৪৯:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর চাঁচড়া গোলদার পাড়ার রনি হত্যা মামলায় আত্মসমর্পণকারী আলোচিত নুরু মহুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামাণিক আসামির জামিন আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দিয়েছেন। নুর ইসলাম ওরফে নুরু মহুরী সদরের ভতুড়িয়া নারায়নপুর গ্রামের মৃত ওসমানের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১ অক্টোবর সন্ধ্যায় চাঁচড়া গোলদার পাড়ার বাবর আলীর ছেলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর রনি আর বাড়ি ফিরে আসেনি। পরদিন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে চাঁচড়া বর্মণ পাড়ার শ্মশানের পাশের একটি খাল থেকে রনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রনির মা ছায়রা বেগম নারায়নপুরের মৃত ওসমানের ছেলে নুরু মহুরী ও তার ছেলে ইসরাজুলসহ ১২ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন নুরু মুহুরী। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আসামি নুরু মুহুরী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদনের শুনানি শেষে জমিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।