পাইকগাছায় ইট ভাটা জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০১:০৫:২৪ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ইট-ভাটা জবর দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সোনালী বেগম। উপজেলার পুরাইকাটী গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সোনালী বেগম সোমবার সংবাদ সম্মেলনে বলেন, পুরাইকাটী মৌজায়-এনএসবি নামে একটি ইট ভাটা রয়েছে। ভাটাটি আমার স্বামী শাহিনুর রহমান দীর্ঘদিন পরিচালনা করে আসছিল। ঋণগ্রস্ত হওয়ার ফলে আমার স্বামী ভাটাটি পরিচালনার জন্য পুরাইকাটী গ্রামের মৃত পির আলী সরদারের ছেলে আছাদুল সরদার, ফরিদ সরদারের ছেলে মনিরুল সরদার, মৃত মান্দার সরদারের ছেলে শহিদুল সরদার ও মৃত তমেজ মোড়লের ছেলে মুনছুর আলী মোড়লের নিকট ৩৩ লক্ষ টাকায় বায়নাপত্র করে দেয়। পরবর্তীতে পাওনাদারদের মধ্যে কয়েকজন আমার স্বামীর নামে আদালতে মামলা করলে আমার স্বামী এলাকার বাইরে চলে যায়। এ সুযোগে বায়নাপত্র গ্রহিতা প্রতিপক্ষরা বেআইনী ভাবে ভাটাটি জবর দখল করে নেয়। এর পর তারা ভাটাটি ৫০ লক্ষ টাকায় ২ বছরের জন্য অন্যত্র ভাড়া দেয়। এছাড়া তারা বায়নাপত্র বুনিয়াদে আদালতে ১৬৯/২১ ও ২০৩/২১ নং মামলা করে, যা চলমান রয়েছে। আমাদের ইট ভাটায় ৫০ বিঘা জমি ছাড়াও চিমনি, ডাম্পার, মেশিনারিজ, ইট তৈরির মিক্সার, কয়লা ভাঙ্গা মেশিন, জেনারেটর, মটর, উত্তোলনকৃত মাটি, বালি সহ বিভিন্ন মালামাল রয়েছে যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা। জবর দখলকারীরা বায়নাপত্রের ক্ষমতা বলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের মৃত শওকত সরদারের ছেলে এসএম মুজিবর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে শেখ রুহুল কুদ্দস, ৫ নম্বর ওয়ার্ডের সোহরাব আলী ও আলমতলা গ্রামের আমিন উদ্দীন সানার ছেলে হাবিবুর রহমান সানার নিকট ডিড প্রদান করেছেন। তারা কিভাবে ডিড দিয়েছেন তা আমাদের জানা নেই। তারা সকলে মিলে আমাদের এনএসবি ভাটাটি ফাইভ স্টার নাম দিয়ে পরিচালনা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারা ভাটার যাবতীয় মাটি ও বালি বিক্রয় করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ইতোমধ্যে আমার স্বামী জমির মালিকদের হারী বাবদ ১৫ লক্ষ ও অন্যান্য পাওনাদারদের ১০ লক্ষ টাকা পরিশোধ করেছে। জবর দখলকারীদের উচ্ছেদ পূর্বক ইট ভাটাটি শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করার লক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইট ভাটাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গৃহবধূ সোনালী বেগম।