প্রাথমিকে শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে মানববন্ধন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:২৬:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০র প্রার্থীরা মানববন্ধন করেছে। শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে এই মানবন্ধন হয়।

সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর  সোনার বাংলার শক্ত ভিত্তি বিনির্মাণে  আমরা কৃষক মেহনতি পরিবার ১ লাখ ৫১ হাজার সন্তান সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিয়েছি। আমরা যাতে চাকরি করে তাদের আশা পূরণ করতে পারি তার জন্য আমাদের দিকে চেয়ে আছে পরিবার। কিন্তু সরকার প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ দিলে অনেকের পরিবারের স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন ভেঙে গেলে নিয়োগ না পাওয়া অনেক চাকরি প্রত্যাশী আত্মহত্যার পথ বেছে নেবেন। তাই এ সিদ্ধান্ত বাদ দিয়ে সর্বোচ্চ সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হোক।

মানববন্ধনে মো.আকরামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সত্যজিৎ মন্ডল, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, পলাশ কুমার দাস, রকিব উদ্দিন প্রমুখ। এ সময় চাকরির প্রত্যাশীবৃন্দ উপস্থিত ছিলেন।