আলমডাঙ্গায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:১৩:২২ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল সকালে প্রোডিউসার গ্রুপ ও লাইভস্টক ফার্মারস ফিল্ড স্কুলে উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত খামারিদের নিয়ে গঠিত ২১ টি স্কুলের মধ্যে ১টি তাবু, ১টি সাইন বোর্ড ও অফিস সরঞ্জামাদি সরবরাহ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ হিল কাফির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন ও বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের প্রাণিসম্পদ মনিটরিং অফিসার আতিকুর রহমান। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার বায়েজিদ খন্দকার’র উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, ঢাকা ক্যাটেল এক্সপো-২৩ হলেস্টেইন ফ্রিজিয়ান/জার্সি/ ক্রস ক্যাটাগরীতে ১ম স্থান অধিকারকারী খামারী তাজউদ্দীন এগ্রো খামারের মালিক হাজ্জাত আলী, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু ও সাধারণ সম্পাদক হামিদুল আজম।