কোটচাঁদপুর পৌর মেয়রের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৪:১৭:২৫ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র সাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সহিদুজ্জামান সেলিম এ প্রত্যাহারপত্র পেয়েছেন বলে জানিয়েছেন। পত্রে বলা হয় গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দলের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে এ ক্ষমা প্রদর্শন করা হয়। উল্লেখ্য ২০২০ সালে ৩০ ডিসেম্বরের তৃতীয় ধাপের পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে সহিদুজ্জামান সেলিম প্রার্থী হন। এ নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। সে সময় দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।