যশোর শিক্ষা বোর্ড

চতুর্থ ধাপে একাদশে ভর্তির সুযোগ পেলো আরো ৮ হাজার ২২৪ শিক্ষার্থী

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৫:৩২:৪৬ পিএম

মিরাজুল কবীর টিটো: চতুর্থ ধাপে যশোর বোর্ডে ২০২২-২০২৩ শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এতথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেন । এরপরও খালি থাকবে ৬০ হাজার ৯৭৮ আসন। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে ১ শিক্ষা লাখ ৪৬ হাজার ৭৮৯জন শিক্ষার্থী ভর্তির সিলেকশন পাওয়ার পর খালি ছিল  ৬৯ হাজার ২০২ টি আসন। ওই আসন গুলো খালি রেখে কলেজ গুলোতে একাদশ শ্রেণির পাঠদান শুরু করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে ২০২২-২০২৩ শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন পেয়েছে ১ শিক্ষা লাখ ৪৬ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী। অথচ ভর্তির প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করে সুযোগ পাই ২ লাখ ৬৬ হাজার ৮০৩জন শিক্ষার্থীর। এর মধ্যে প্রথম ধাপে ভর্তির সুযোগ পায় ১ লাখ ৩১ হাজার ৮৮৩ জন। সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নিশ্চয়ণ করেনি। তারা দ্বিতীয় ধাপে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ১ লাখ ৩৪ হাজার ৯৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। এধাপে যারা বাদ পড়েছে তারা তৃতীয় ধাপে আবেদন করে। তৃতীয় ধাপে ভর্তির সুযোগ পায় ২৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে বোর্ডে ২ লাখ ১৫ হাজার ১৯১আসনের বিপরীতে একাদশ শ্রেণিতে ভর্তি হয় ১ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী। ভর্তি হওয়ার পরও যশোর শিক্ষা বোর্ডে ৫৩৪টি কলেজে ৬৯ হাজার ২০২ টি  আসন খালি রেখে কলেজ গুলোতে একাদ্বশ শ্রেণির পাঠদান শুরু হয়ে যায়। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি শিক্ষার্থীদের ভর্তির জন্য চতুর্থ ধাপে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি  আবেদনের সুযোগ দেয়। ৯ ফেব্রুয়ারি যাচাইবাছাই, ১২ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ, ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি নিশ্চায়ন ও ভর্তি হওয়ার সময় ছিল। এসময়ে তারা ভর্তি হয়েছে।