সুন্দরবনে আটকে পড়া যশোরের ১০ পর্যটক উদ্ধার

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০২:৩০:৩৯ পিএম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সুন্দরবনে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন। শুক্রবার যশোর জেলা থেকে আগত ১০ পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে চলে যায়। পরে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ওই নৌকায় থাকা পর্যটকরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। পরবর্তীতে শ্যামনগর ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২টি টিম, ট্যুরিস্ট পুলিশের ২টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের ১টি টিম, বোট মালিকের অন্য ১টি টিমসহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে পাঠান। প্রায় ৫ ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০টার সময় উদ্ধার করা হয়। আগত পর্যটকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধার কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।