শৈলকুপায় শিক্ষাবৃত্তি পেলো ১০ শিক্ষার্থী

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৬:৪৯:১১ পিএম

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবিরাম উন্নয়ন বাংলাদেশ’ ঝিনাইদহের শৈলকুপায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। উপজেলার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া কাতলাগাড়ী কওমী মাদ্রাসার উন্নয়নে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি মেধাবীদের হাতে তুলেন দেন সংগঠনের সভাপতি উজ্জ্বল আলীসহ অতিথিরা। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, সারুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান বিশ্বাস, মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন, ‘অবিরাম উন্নয়ন বাংলাদেশ’ সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ‘অবিরাম উন্নয়ন বাংলাদেশ’র সভাপতি ও ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক উজ্জ্বল আলী বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। যা সমাজের অসহায়, নিপীড়িত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। যার মাধ্যমে মেধাবী, হতদরিদ্র এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে অন্যদেরকে মেধাবী হওয়ায় উদ্বুদ্ধ করায় মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা ও শিক্ষায় মনোনিবেশকরণে এ বৃৃত্তি প্রদান করা হলো। যাতে করে তারা পড়াশোনায় মনোনিবেশ করে প্রধানমন্ত্রী শে হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে তারা অবদান রাখতে পারে। এছাড়া অত্র স্কুলের সকল শিক্ষক ও স্টাফদের উপহার দিয়েছি, যাতে করে পাঠদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে অবদান রাখতে পারে। উল্লেখ্য- এ সংগঠন ইতোমধ্যে সারুটিয়া ইউনিয়নসহ উপজেলায় সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।