ডা. আব্দুর রাজ্জাক কলেজে বসেছে রজতজয়ন্তী উৎসবে মিলনমেলা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০২:৪৬:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক:যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের রজতজয়ন্তী উৎসব শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নিতে সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন। মিলনমেলা উপলক্ষে কলেজের খেলার মাঠে বড় আকারের সুদৃশ্য প্যান্ডেল করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেয় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। এ উপলক্ষে শুক্রবার বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে চলবে দুই দিনব্যাপী নানা আয়োজন। রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথমদিন বিতরণ করা হয়েছে উপহার সামগ্রী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে খাবার বিতরণ করা হয়। আজ দ্বিতীয় দিন শনিবার সকাল ৭টা থেকে ৯টায় বিতরণ করা হবে উপহার সামগ্রী ও সকালের নাস্তা, সাড়ে ১০ টায় শোভাযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রজতজয়ন্তী উদযাপনে নানা আয়োজনের মধ্যে থাকছে ডিসপ্লে, আলোচনা ও স্মৃতিচারণ পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। রজতজয়ন্তীতে অংশ নিতে সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিবন্ধন করেছেন। এছাড়া তাদের স্বজন এবং বিভিন্ন অতিথিসহ দুই সহস্রাধিক ব্যক্তিবর্গের সমাগম ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।