শরণখোলায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৫:০৫:২৫ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: শরণখোলায় বলেশ্বর নদে জাল পাতাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের গাবতলা এলাকায় এ ঘটানা ঘটে। আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি  সোমবার বিকালে দক্ষিণ সাউথখালীর গাবতলা সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার জাল পাতা ঘটনা নিয়ে জেলে শাহ আলম গাজী ও নূরুল ইসলাম জমাদ্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় নূরুল ইসলাম গায়ের জোরে শাহ আলমের জাল কেটে দেয়। এ বিষয় নিয়ে ওইদিন তাদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সে ঘটনার সূত্র ধরে আবারও উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও কথার কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে নূর ইসলামের পক্ষের পাঁচ জন ও শাহ আলমের পক্ষের ছয় জনসহ মোট ১১ জন নারী-পুরুষ আহত হয় বলে জানা গেছে।

আহতরা হলেন নূরুল ইসলাম জমাদ্দার (৬৫), সালমা বেগম (৩০), কালু জমাদ্দার (২৮), নান্না হাওলাদার (৪৫) ও সুমাইয়া আক্তার (১৮) এবং প্রতিপক্ষের রাসেল গাজী (২৬), রহিমা বেগম (৩৫), শাহনাজ বেগম (২৫), শাহ আলম গাজী (৪৫), ছগির মোল্লা (২৯), কবির মোল্লা (২৯)।

সাউথখালী ইউনিয়নের দক্ষিণ সাউথখালী গ্রামের ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার জানান, মারামারির ঘটনায় আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েয়ে। তাদের চিকিৎসার ব্যাপারে খোজ খবর নেয়া হচ্ছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো: ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।