বিএনপি’র অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : মেনন

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:৩৫:৩৪ পিএম

শাকিলা ইসিলাম জুঁই, সাতক্ষীরা : বিএনপি-জামাতের নয়া ষড়যন্ত্র প্রতিরোধ, গ্যাস বিদ্যুৎ, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা, চাঁদাবিহীন পেনশন স্কিম, নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াতের হত্যাকান্ড ও নৃশংসতার দ্রুত বিচারের দাবিতে সাতক্ষীরায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য কমরেড অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বরিশাল অঞ্চলের সংরক্ষিত আসনের এমপি লুৎফুননেচ্ছা, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, কেন্দ্র কমিটির সদস্য কমরেড অধ্যাপক সাবির হোসেন, সাতক্ষীরা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য স্বপন কুমার শীল প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে তিনি বলেন, বিএনপি’র অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংবিধান মেনে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচনকালিন সময় সরকারকে হবেন সেটি সংবিধান অনুযায়ী ঠিক করা হবে।