সুন্দরবন খুলনা রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ১০:৩৬:৪৩ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হুসাইন চৌধুরী। তিনি বৃহস্পতিবার সকালে খুলনা রেঞ্জ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোশ প্রকাশ করেছেন। এর আগে তিনি খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন উনয়নমুলক কাজ পরিদর্শন করেন। এ ছাড়া বন বিভাগের কর্মরত সকল সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক পরিকল্পনা উইং ড. মো.জগলুল হোসেন, উপ প্রধান বন সংরক্ষক সামাজিক বনায়ন উইং মো.মইনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও ) ড. আবু নাসের মোহসীন হোসেন ,খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মো.আঃ হাকিম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা সমশের আলী, খুলনা গোলপাতা কুপের সহযোগী কুপ কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রমুখ।