দেবহাটায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৯:০৪:৫২ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে  দেবহাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবহাটা ডাকবাংলো চত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়।

মেলা উদ্বোধনের পূর্বে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রকল্প উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি অঞ্চলের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদের সঞ্চালনায় মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন রতন, দেবহাটা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দেবহাটা উপজেলা সভাপতি আর.কে বাপ্পা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, উপসহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম ও আহম্মেদ সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রান্তিক কৃষকবৃন্দ।

মেলায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গনে ১০টি স্থলে বিভিন্ন কৃষি পণ্য সামগ্রী ও প্রকল্প কার্য্যক্রম পরিদর্শন করেন। শেষে প্রধান অতিথি ৫জন কৃষকের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করেন।