কালিগঞ্জে জেন্ডার বিষয়ক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৪৮:৩১ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে দুই দিনব্যাপী জেন্ডার বিষয়ক সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিন্দু নারী উন্নয়ন সংগঠন ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সহযোগিতায়  ১২ ও ১৩ মার্চ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৩০ জন দলিত ও ১০ জন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী। প্রশিক্ষণে অধিকার, অধিকারের ধাপ, বিন্যাস এবং নাগরিকের প্রতি রাষ্ট্রের  দায়িত্ব ও কর্তব্য বিষয়ের উপর বিশেষ জোর দেয়া হয়।

এছাড়া মানবাধিকার, মানবাধিকারের বৈশিষ্ট, ঘোষণা এবং লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরকরণে নাগরিক ও রাষ্ট্রের করণীয় বিষয় গুলো তুলে ধরা হয়।

বাল্যবিবাহ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পারিবারিক সহিংসতা রোধ আইন গুলো সহজ ভাষায় তাদের প্রশিক্ষণ দেয়া হয়।