বিনামূল্যে কৃষকদের বীজ ও সার বিতরণ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৮:০৮:৩৩ পিএম

 

বাঘারপাড়া প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার ৩৯০০ কৃষক বিনামূল্যে ধান ও পাটের বীজসহ সার পেয়েছেন। বৃহস্পতিবার কৃষি প্রাণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি পূণর্বাসন বাস্তবায়ন কমিটি আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন। অতিথি হিসেবে কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা।

কৃষি অফিস সূত্র জানায়, প্রাণোদনা কর্মসূচির আওতায় ২৫০০ কৃষককে উফসী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া ১৪০০ কৃষককে উচ্চ ফলনশীল তোষা পাট বীজ প্রদান করা হয়।